পাট বাংলাদেশের সোনালী আঁশ এবং অপার সম্ভাবনায় একটি খাত যার রয়েছে রয়েছে গৌরবময় অতীত। কোভিড-১৯ মহামারীতে আশা জাগাচ্ছে পাট খাত। বহুমুখী পাটপণ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণে সহায়তা করার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। জেডিপিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম এনডিসি কথা বলছেন নিউ নরমাল লাইফে পাটের অপার সম্ভাবনার কথা বহুমুখী পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টিতে পথিকৃত যারা, তাদের মধ্যে অন্যতম জাতীয় পুরষ্কারপ্রাপ্ত উদ্যোক্তা রাশেদুল করীম মুন্না। বিশেষ প্রতিবেদন উদ্যোক্তা অনুষ্ঠানে।
JDPC Jute: Golden Fiber & Golden Future।। Uddokta ।। Apu Mahfuz
29
Oct